দুর্গাপুর: বাড়ির মালিক মুম্বইয়ে থাকেন। বাড়ি তালাবন্ধ হয়ে পড়ে থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে দিন দুয়েক আগে তালা ভেঙে বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা। কাঁসা, পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দেয় তারা। সেগুলি বিক্রি করে এক কাঁসা পিতলের ব্যবসায়ীকে। তদন্তে নেমে সেই ব্যবসায়ী ও আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুরের সিটি সেন্টারের মৌলানা আজাদ রোডের বাসিন্দা অখিল পাল। তিনি মুম্বইয়ে থাকেন। তাঁর বাড়ির তালা ভেঙে চুরি হয়। খবর পেয়ে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত সোমবার রাতে নিউ টাউনশিপ থানার কলাবাগান এলাকা থেকে পরিতোষ বাউড়ি এবং প্রশান্ত বাউড়িকে পুলিশ গ্রেফতার করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, চুরি করে আনা কাঁসা, পিতলের সামগ্রী তারা বিক্রি করেছে বিধানপল্লীর বাসিন্দা মামরা বাজারের কাঁসা-পিতল ব্যবসায়ী শুভাশিস সরকারকে। পুলিশ তাকেও গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।