দুর্গাপুর: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব প্রতিবাদ মিছিল বের করে। ইস্টবেঙ্গল সমর্থকরা হাতে প্লাকার্ড নিয়ে এদিন সকালে সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু করেন। সিটি সেন্টার ঘুরে ইস্ট বেঙ্গল সরণী হয়ে মিছিল পৌঁছায় একটি শপিং মলের সামনে। সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত দাস বলেন, “ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমাদের অনেকের পূর্ব পুরুষেরা সেখানে থাকতেন। এখনও অনেকের আত্মীয় স্বজন রয়েছেন। তাঁদের নিরাপত্তার দাবিতে এবং বাংলাদেশে শান্তি ফেরানোর ডাক দিয়ে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে এদিন দেশের সব জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।