দুর্গাপুর: স্টিয়ারিং থেকে হাত ছেড়ে দিয়েছেন। হাসছেন হা হা করে। সেই অবস্থাতেই ছুটছে সরকারি বাস। যাত্রীরা চরম আতঙ্কিত। আসানসোল থেকে কলকাতা যাওয়ার সেই এসবিএসটিসি বাস সিটি সেন্টার বাসস্ট্যান্ডে থামতেই বাস থেকে নেমে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। টলতে টলতে বাস থেকে চালক নামতেই গালে পড়ল চড়, থাপ্পড়। জানা গিয়েছে, ওই বাস চালকের নাম সঞ্জয় দে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শেখ বাপন নামের এক যাত্রীর অভিযোগ, “শুধু মদ নয়, অন্য কোনও নেশাও করেছিল ওই চালক। হাসতে হাসতে, নানারকম অঙ্গভঙ্গি করতে করতে বাস চালাচ্ছিল। আমরা চরম আতঙ্কের মধ্যে নিজেরাই গাইড করে দুর্গাপুরে বাসটি নিয়ে আসি।” যাত্রীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন এসবিএসটিসির সিটি সেন্টার অফিসের আধিকারিক সাধন চন্দ্র দে। তিনি বলেন, “কী হয়েছিল সেটা আমি সঠিক জানি না। এত জন যাত্রী যখন অভিযোগ করছেন তাহলে নিশ্চয়ই সেটা ঠিক। আমরা অন্য বাসে যাত্রীদের চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। চালকের বিরুদ্ধে নিয়ম মতো ব্যবস্থা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।