দুর্গাপুর: বড়দিনের এক সপ্তাহ আগেই দুর্গাপুরের রাস্তায় সান্তা! হেলমেটহীন বাইক চলকদের শাস্তি হিসাবে দিল গোলাপ ফুল। আচমকা রাস্তায় সান্তাকে এই ভূমিকায় দেখে দেখে অবাক হয়ে গেলেন অনেকে। আবার, সান্তাকে দেখে মেরি ক্রিসমাস বলে পড়ুয়ারা উৎসাহ প্রকাশ করে। আসলে, এই সান্তা ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক সামলাচ্ছিলেন, দুর্গাপুরের ১৯ নং জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বড়দিনের প্রাক্কালে পথ চলতি মানুষ এবং গাড়ির চালকদের সচেতন করতেই দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ এই উদ্যোগ নিয়েছিল। বাইক চালকদের হেলমেট এবং গাড়ি চালকদের সিট বেল্ট লাগানোর বার্তা দেওয়া হয়। সাধারণ মানুষের সুবিধার্থে ওল্ড কোর্ট মোড়ে ট্রাফিক সিগন্যাল বসানো হয়। দুর্গাপুরের ট্রাফিক ইন্সপেক্টর ৩ সঞ্জীব তেওয়ারি জানান, “বড়দিনের আগে সান্তাকে নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে সচেতন করা হয়। ওল্ড কোর্ট মোড়ের এই জায়গাটি ট্রাফিকের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ট্রাফিক সিগন্যাল থাকলেও তা না মানার প্রবণতা রয়েছে। সেই বিষয়ে সচেতন করল সান্তা। বাচ্চাদের চকোলেট দিয়েছে। বাচ্চাদের মধ্যে ট্রাফিক নিয়ে সচেতনতা এলে বড়দেরও আসবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।