মাঝ রাতে সিটি সেন্টারে পর পর পাল্টি খেল গাড়ি, জখম ২
দুর্গাপুর: মাঝ রাতে দুর্গাপুরের সিটি সেন্টারে পর পর পাল্টি খেল একটি গাড়ি। জখম হলেন গাড়ির আরোহী একটি বেসরকারি হাসপাতালের এক ডাক্তার ও তাঁর সঙ্গী। বৃহস্পতিবার রাতে সিটি সেন্টারে আদালতের সামনে রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। ডাক্তারের নাম ঋত্বিক চক্রবর্তী। সঙ্গী যুবতীর নাম কাবেরী বন্দ্যোপাধ্যায়। দুজনেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, গাড়িটি দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায়। কয়েকবার পাল্টি খায়। জখম হন গাড়িতে থাকা দুই জন। খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

মাঝ রাতে সিটি সেন্টারে পর পর পাল্টি খেল গাড়ি, জখম ২
কয়েকবার পাল্টি খায়। জখম হন গাড়িতে থাকা দুই জন। খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Published By
							Arpita Majumdar 
							
							
							Durgapur Darpan
							
							
							

