দুর্গাপুর: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে মোট ১৭ রকমের পাঁপড়। সেইসব পাঁপড় নিয়ে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রবীন্দ্রভবনে আয়োজন করা হয়েছে পাঁপড় মেলার। আয়োজক দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে এই মেলার উদ্বোধন করেন পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য রাখি তিওয়ারি। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “উদ্যোক্তা পল্লব রঞ্জন নাগের উদ্যোগে আমরা বছর বছর নতুন নতুন খাদ্য মেলা দেখতে পাই।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পল্লব রঞ্জন নাগ বলেন, “প্রতিবছরই আমরা ইস্পাত নগরীর মানুষকে নতুন কিছু উপহার দিয়ে থাকি। মাছে ভাতে বাঙালি উৎসব করি। এবার পাঁপড় মেলারও আয়োজন করেছি। কৃষ্ণনগর, হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লঙ্কার পাপড়, ধনে পাতার পাঁপড়, চিংড়ি মাছের পাপড় সহ ১৭ রকমের পাঁপড় এনেছি। চার দিন ধরে চলবে মেলা। উদ্বোধনের দিন বিনামূল্যে পাঁপড় খাওয়ানো হচ্ছে। অন্যান্য দিন ১০ টাকার বিনিময়ে ১৭ রকমের পাঁপড় খাওয়ানো হবে। সঙ্গে মাছে ভাতে বাঙালি উৎসবের মাধ্যমে মিলবে মাছ ভাত খাওয়ার সুযোগ। থাকবে বহুরূপী নৃত্য প্রদর্শনের ব্যবস্থা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।