দুর্গাপুর: দুর্গাপুরে তৃণমূলের নতুন বছরের শুভেচ্ছা বার্তার ফ্লেক্সে একপাশে রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ছবি। অন্যপাশে রয়েছে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের ছবি। দুর্গাপুর শহরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড, ডিভিসি মোড় সহ বেশ কিছু জায়গায় শুভেচ্ছা বার্তা দিয়ে বিশাল বিশাল ফ্লেক্স লাগানো হয়েছে। রাজনৈতিক দলের ফ্লেক্সে এভাবে কেন মনীষীদের ছবি থাকবে তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুর শহরে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”কাটমানি, বালি, কয়লা, লোহার কারবারিদের পাশে মনীষীদের ছবি ব্যবহারের প্রতিবাদ জানাই। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,”এটা তৃণমূলের সংস্কৃতি।” তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় জানান, মনীষীদের ছবি থাকাটা বাঞ্ছনীয় নয়। বিষয়টি তিনি দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।