দুর্গাপুর: বাঁকুড়া জেলার মেজিয়া থানার অর্ধগ্রামে ‘ভুলুই শশীশেখর রায় উচ্চ বিদ্যাপীঠ’ এর সুবর্ণ জয়ন্তী উৎসব সাড়ম্বরে পালিত হল ২৮ এবং ২৯ জানুয়ারি। আলোচনাচক্র, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অরবিন্দ চট্টোপাধ্যায়, রাঙামাটি মিলনতীর্থ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. রামপ্রসাদ বিশ্বাস, সভাপতি, বঙ্গ সাহিত্য সম্মেলন, সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, প্রতিষ্ঠাতা সম্পাদক চণ্ডীদাস মুখোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধনচন্দ্র শীল জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী ঋতুকণা ভৌমিক, ‘ মীরাক্কেল’ খ্যাত হাস্যকৌতুক শিল্পী অতনু বর্মন, ‘ স্বরবাক’ বাচিক শিল্প সংস্থা এবং তার পরিচালক বিপ্লব মুখোপাধ্যায়, জি সারেগামাপা খ্যাত দীপ চট্টোপাধ্যায় প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।