দুর্গাপুর: স্কুল পড়ুয়াদের মন থেকে কুসংস্কার উপড়ে ফেলতে উদ্যোগ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান শাখার পরিচালনায় দুর্গাপুর – ফরিদপুর ব্লকের গৌরবাজার রামপদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার। কুসংস্কারের বিরুদ্ধে আয়োজিত ওই সভায় স্কুলের প্রায় ৭০০ জন ছাত্র- ছাত্রী ও পাশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্র- ছাত্রী এসেছিল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তাদের সামনে বিজ্ঞান মঞ্চের সদস্যরা বিভিন্ন যাদুর মাধ্যমে তুলে ধরেন যে ঝাড়ফুঁক, ওঝা বা ভণ্ড সাধুসন্তদের অলৌকিক শক্তি প্রদর্শন আসলে বুজরুকি বা বিজ্ঞানের কৌশল প্রয়োগ করে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান শাখার সম্পাদক কল্লোল ঘোষ এই অনুষ্ঠানের উপযোগিতা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক সনাতন পরামানিক বলেন, “ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ও স্থানীয় মানুষদের বিজ্ঞান মনস্ক করে তোলে এই ধরণের অনুষ্ঠান।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।