দুর্গাপুর: রাতের আকাশে চার গ্রহের বিরল সমাহার দেখাতে বিশেষ উদ্যোগ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের পদার্থ বিদ্যা বিভাগের। বুধবার সন্ধ্যায় একসঙ্গে আকাশে দেখা গেল শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহকে। স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের তা দেখাতে কলেজের পদার্থবিদ্যা শাখা কলেজের মাঠে একটি শিবিরের আয়োজন করেছিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কলেজের অধ্যক্ষ দেবনাথ পালিত জানান, ডিবিটি স্টার কলেজ স্কিমের আওতায় এই শিবিরের আয়োজন করা হয়। কলেজের পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এসেছিল। পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান স্বপন কুমার ঘোষ জানান, তিনটি টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। জ্যোতির্বিদ্যা ও মহাকাশ সম্পর্কে পড়ুয়াদের উৎসাহিত করতে এর আগেও এই ধরণের শিবিরের আয়োজন করা হয়েছে কলেজে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।