দুর্গাপুর: বৃহস্পতিবার জমজমাট বার্ষিক উৎসবে মেতে উঠল জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। ২০২৪ শিক্ষা বর্ষের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য দক্ষতার জন্য মোট ১০২টি ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হয়। পড়াশোনা ও খেলাধুলো ছাড়াও ২৭টি বিশেষ ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হয় এদিন। উপস্থিত ছিলেন মিশন হাসপাতালের চেয়ারম্যান ড. সত্যজিৎ বসু, সমাজসেবী কবি ঘোষ, আইনজীবী আয়ুব আনসারি প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
প্রধান শিক্ষক জইনুল হক জানান, সব বিষয়ে দক্ষতার জন্য, নেতৃত্ব দানের গুণাবলীর জন্য, সহ পাঠক্রমিক শিক্ষায় বিদ্যালয়ের সেরা, শ্রেষ্ঠ মনিটর, শ্রেষ্ঠ হাউস ক্যাপ্টেন, সবচেয়ে পরিচ্ছন্ন ক্লাস রুমের পুরস্কার দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ উপস্থিতির জন্য ছাত্রীর মা কে-ও পুরস্কার দেওয়া হয় কারণ মা উৎসাহিত হলে ছেলে মেয়েদের উপস্থিতি বাড়ে। এছাড়াও শিক্ষকদের মধ্যে থেকে সর্বোচ্চ উপস্থিতির জন্য অর্থাৎ কম ছুটি নেওয়ার জন্য পুরস্কারের পাশাপাশি শ্রেষ্ঠ বিষয় শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ হাউস মাস্টার এবং বেষ্ট টিচার পুরস্কার প্রদান করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।