দুর্গাপুর: শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পঞ্চায়েতের কাজকর্মের পর্যালোচনা বৈঠক করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন দফতরের সচিব পি উলগনাথন, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, জেলাশাসক পোন্নামবলম এস, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।
বৈঠকে ৬২টি গ্রাম পঞ্চায়েত, ৮টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রতিনিধিরা ছিলেন। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান, জঙ্গলমহলে রাস্তার কাজ করতে গিয়ে বন দফতরের বাধার মুখে পড়তে হয়। দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যান শো মন্ডল এলাকায় সেচের সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী প্রয়োজনীয় আশ্বাস দেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এদিন জেলা পরিষদের মেন্টর ভি শিবদাসন বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কিছু কিছু পঞ্চায়েত সমিতি বহিরাগতরা চালাচ্ছে। কিছু নেতৃত্ব সেইসব বহিরাগতদের মাঝে রয়েছে। এইসব ঘটনার জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে নজরদারি বাড়াতে হবে। পঞ্চায়েতের অধিকাংশ প্রধান গৃহবধূ। তাদের কাজ শেখানোর দরকার আছে।” জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, “বহিরাগতদের দিয়ে বুথ দখল করে পঞ্চায়েত জিতেছিল তৃণমূল। তারা তো খবরদারি করবেই। নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। তাই এসব কথা বলতে হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।