দুর্গাপুর: বিশ্বশান্তি কামনায় সাইকেলে মহাকুম্ভের পথে দুর্গাপুরের শ্যামাপদ শর্মা। কুড়ুরিয়ার শ্যামাপদ শর্মা সাইকেল নিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে কখনও কাশ্মীর, কখনও লাদাখ কখনও আবার উত্তর ভারতে গিয়েছেন। এবার তার লক্ষ্য মহাকুম্ভে গিয়ে বিশ্ব শান্তি কামনা। শনিবার সকালে বাড়ি থেকে তিনি রওনা দিলেন প্রয়াগরাজের উদ্দেশ্যে। তাঁকে চন্দনের ফোঁটা দিয়ে সাফল্য কামনা করলেন স্ত্রী ও সন্তান।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শ্যামাপদ শর্মা বলেন, “২০০৭ সাল থেকে আমি শুরু করেছি। আমি পেশায় ঘুগনি বিক্রেতা। ওখান থেকে যেটুকু আয় হয় তার মধ্যে কিছুটা করে জমিয়ে রাখি। সেই অর্থ কাজে লাগিয়ে সাইকেল যাত্রা করি। আমার একটাই লক্ষ্য পরিবেশকে বাঁচানো আর বিশ্বের শান্তি কামনা। সেই বার্তা নিয়ে এবারেও বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। ৬৩৩ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগবে চার দিন। এখানে গিয়ে আমি পুণ্যার্থীদের সচেতনতার বার্তা দেব।” শ্যামাপদবাবুর স্ত্রী অসীমা শর্মা বলেন, “আমার স্বামী যে কাজ করেন তাতে আমি গর্বিত।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।