দুর্গাপুর: পাস্তা দিয়ে সরস্বতীর মূর্তি গড়ে চমক দিলেন দুর্গাপুরের শিক্ষক। ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন রোডের অমিত সরকার দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অঙ্কন ও সঙ্গীতের শিক্ষক। তিনি পাস্তা দিয়ে সরস্বতীর মূর্তি গড়েছেন। সেই মূর্তি দেখতে তাঁর বাড়িতে ভীড় জমাচ্ছেন অনেকেই।
প্রতি বছরই এমন চমক দেন অমিতবাবু। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এর আগে চাল, ডাল, স্ট্র, ইরেজার, রঙিন চক, বাদাম ও বাদামের খোলা, তেজ পাতা, পেন্সিল ছোলা, খই, রঙিন তুলো, কাচ, সজনে ডাঁটা প্রভৃতি দিয়ে প্রতিমা তৈরি করেছেন। এবার পাস্তা দিয়ে প্রতিমা তৈরি করেছেন তিনি। তিনি জানান, ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ২০ কেজি ওজনের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে প্রায় দিন ১৫ লেগেছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পাস্তা ছাড়াও কাগজ, আঠা ও রঙ ব্যবহার করা হয়েছে বলে জানান অমিতবাবু। তিনি বলেন, “গত দশ বছর ধরে নানা রূপ দেওয়ার চেষ্টা করি মা সরস্বতীকে। আমি অন্য কোনও মূর্তি তৈরি করি না। শুধু দেবী সরস্বতীর মূর্তি গড়ি। সঙ্গীত কলা অ্যাকাডেমির প্যান্ডেলও নিজের হাতে করি। সরস্বতী পুজো ঘিরে সকলেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।