দুর্গাপুর: সরস্বতী পুজোকে ঘিরে পুজো কমিটির দুই গোষ্ঠীর সংঘর্ষে ভোজালির কোপে জখম চার। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তারা। তাদের নাম পঙ্কজ কুমার গড়, উপেন্দ্র কুমার, মেহেন্দার প্রসাদ গড়, রাজকুমার কহার। অন্ডালের নব কাজোড়ার ঘটনা। ঘটনায় যোগীন্দ্র সিং ও বাবলু প্যাটেলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার কাজোড়া গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে প্রতিযোগিতা চলছিল। অভিযোগ, সেখানে পঙ্কজ কুমার গড়কে অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়। সে আসতেই পুজো কমিটির একাংশ অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বলে তাকে। প্রতিবাদ করে পুজো কমিটির কয়েকজন। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী। পঙ্কজ কুমার গড়ের অভিযোগ, “ওরা সবাই তৃণমূল করে। আমাদের উপর আচমকা চড়াও হল। আমরা প্রতিবাদ করতে করতেই ভোজালির কোপ চালিয়ে দিল।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা করছে। এদিকে, অন্ডালে পুজো ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান চলছে। সেখানেই ভোজালি নিয়ে আক্রমণ। এর থেকে লজ্জার আর কী হতে পারে!” পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের সাফাই, “এখানে রাজনীতির কোন বিষয় নেই। পুজো কমিটির মধ্যে বিবাদ। পিছনে বিরোধীদের মদত থাকতে পারে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।