
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার দুর্গাপুরে। দেহ উদ্ধার হল ঘরের ভিতর থেকে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম সরিতা রজক (১৯)। দুর্গাপুরের কোকআভেন থানার দেশবন্ধু কলোনি সংলগ্ন ঘুসিক ডাঙা এলাকার বাসিন্দা। পরিবারের তরফে জানানো হয়, বাড়িতে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পরে খাওয়া-দাওয়া সেরে সরিতা ঘরের ভিতরে দরজা বন্ধ করে পড়তে বসে কবিতা।(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কিছুক্ষণ পরে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সবাই। দরজা ভেঙে ফেলা হয়। সিলিং ফ্যান থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া দেহ ঝুলছে দেখতে পেয়ে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
