
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে দামোদরের বিসর্জন ঘাটে বিবাহ বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দামোদরের বিসর্জন ঘাটের পাড়ে এই রক্তদান শিবিরে ঘুরতে আসা মানুষজনও রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কার্যকরী কমিটি সদস্য মৌসুমী মুখার্জি ও সুমন মুখার্জির ৩০ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ষষ্ঠতম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিসর্জন ঘাটে একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসে রক্তদান শিবিরটি হয়। মোট ২০ জন রক্তদাতা করেন। তাঁদের মধ্যে ৯ জন মহিলা। সুমন নিজে ৫০ তম রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পর্ক জোনের স্বেচ্ছাসেবকরা শিবির পরিচালনা করেন। রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা ব্লাড সেন্টার। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও রাজেশ পালিত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
