
দুর্গাপুর দর্পণ, বানারহাট: দিন কয়েক আগে জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) ধুপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে চিতাবাঘের হানায় জখম হন এক চা শ্রমিক। এরপরেই তাকে বন্দি করার তোড়জোড় শুরু হয়। শেষ পর্যন্ত শনিবার ফাঁদে পা দিল সে। তাকে খাঁচাবন্দি করে খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে, চিতাবাঘটিকে ধরতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। শনিবার সকালে ৭/৮ ও বাম্বুবাড়ি সেকশনের মাঝে পাতা খাঁচায় বন্দি হয় চিতাবাঘটি। চা বাগান কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিন্নাগুড়ি শাখার বন কর্মীরা। তাঁরা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার খবর শুনে চা বাগানের শ্রমিকরা হাঁফ ছেড়ে বাঁচেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
