এবিএলের সমবায় নির্বাচনে মনোনয়ন দাখিল নিয়ে হুলস্থুল কান্ড

এবিএলের সমবায় নির্বাচনে মনোনয়ন দাখিল নিয়ে হুলস্থুল কান্ড
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শাসানি দিয়ে, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল তাঁদের। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের এবিএলের সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন দাখিল করতে এসে এমনই অভিযোগ তুলল সিপিএম ও কংগ্রেস। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

২০২০ সালে শেষবার এবিএল কো-অপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। এবারের নির্বাচন হবে ২৩ এপ্রিল। ভোটার রয়েছে ৬৫জন। আসন রয়েছে ১৫টি। এবার সিটু এবং আইএনটিইউসি আসন সমঝোতা করেছিল। বুধ এবং বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিন। বুধবার প্রথম দিনেই মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ তাদের। ফিরে আসেন তাদের প্রার্থীরা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

এবিএলের সিটুর সাধারণ সম্পাদক নবারুণ দে বলেন, “আমাদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হল না। বহিরাগতদের নিয়ে এসেছে শাসকদল। আমাদের শ্রমিক সংগঠনের সদস্যরা এসেছিলেন। সন্ত্রাস সৃষ্টি করে আমাদের চলে যাওয়ার জন্য বলা হয়। বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে। আমরা প্রশাসনকে জানাব।” একই কথা জানিয়েছেন এবিএলের আইএনটিইউসি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বরূপ ভট্টাচার্য-ও।

পাল্টা সিপিএম বহিরাগতদের নিয়ে এসে অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা দীপঙ্কর লাহার। তিনি বলেন,”আগের বারের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠন করবে তৃণমূল। স্থানীয়রা সঙ্গে নেই। সিপিএম বহিরাগতদের নিয়ে অশান্তি করতে এসেছিল। আমরা ওদের চলে যেতে বলেছি।” সমবায় সমিতির ম্যানেজার রহমান আলী জানান, কেউ মনোনয়ন দাখিল করেননি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

এবিএলের সমবায় নির্বাচনে মনোনয়ন দাখিল নিয়ে হুলস্থুল কান্ড
এবিএলের সমবায় নির্বাচনে মনোনয়ন দাখিল নিয়ে হুলস্থুল কান্ড
এবার সিটু এবং আইএনটিইউসি আসন সমঝোতা করেছিল। বুধ এবং বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিন। বুধবার প্রথম দিনেই মনোনয়ন তুলতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ তাদের। ফিরে আসেন তাদের প্রার্থীরা।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!