মুম্বইয়ে সোনা চুরির দায়ে ঝাঁঝড়ায় আত্মীয় বাড়ি থেকে দোকানের কর্মীকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মুম্বইয়ে ৬০০ গ্রাম সোনা চুরির দায়ে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) ঝাঁঝড়া থেকে পাকড়াও অভিযুক্ত যুবক। ধৃত যুবকের নাম রিঙ্কু ধনঞ্জয় লায়েক। বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা। বুধবার রাতে তাকে দুর্গাপুরের ফরিদপুর থানার ঝাঁঝড়ার আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের আজাদ নগর থানার দুলে এলাকার একটি সোনার দোকানে ৬০০ গ্রাম সোনা চুরি যায়। যার বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। দোকান মালিক দোকানের কর্মী রিঙ্কু ধনঞ্জয় লায়েকের নামে সোনা চুরির অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে আজাদ নগর থানার পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করে রিঙ্কু ধনঞ্জয় লায়েকের খোঁজ পায় পুলিশ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আজাদ নগর থানার একটি দল দুর্গাপুরে আসে। মঙ্গলবার রাতে ফরিদপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঝাঁঝড়া এলাকা থেকে পাকড়াও করে তাকে। বুধবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। ধৃতকে জেরা করে তদন্তে গতি আনতে চাইছে মহারাষ্ট্র পুলিশ। এত সোনা সে কোথায় পাচার করল, তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তদন্ত করে দেখবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।



