দাবানলের মতো সরস্বতীগঞ্জের জঙ্গলে জ্বলছে আগুন
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দাবানলের মতো জঙ্গলে জ্বলছে আগুন। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার মলানদিঘী-শিবপুর রাস্তার ধারের জঙ্গলে আগুন লেগেছে। রাস্তাঘাট ঢেকেছে ধোঁয়ায়। সঠিক ভাবে দেখা যাচ্ছে না পথঘাট। ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয় বসিন্দা শেখ জাহিরুল বলেন, ” সরস্বতীগঞ্জের জঙ্গলে আগুন ধরেছে। ধোঁয়ায় ঢেকেছে রাস্তা। ধোঁয়ার জেরে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। আগুন নেভাতেও সেভাবে কাউকে দেখা যাচ্ছে না।” বন দফতরের আধিকারিকরা মৌখিকভাবে জানিয়েছেন, ফায়ার ব্লোয়ার মেশিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চলছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

দাবানলের মতো সরস্বতীগঞ্জের জঙ্গলে জ্বলছে আগুন
কাঁকসার মলানদিঘী-শিবপুর রাস্তার ধারের জঙ্গলে আগুন লেগেছে। রাস্তাঘাট ঢেকেছে ধোঁয়ায়। সঠিক ভাবে দেখা যাচ্ছে না পথঘাট। ব্যাহত হচ্ছে যান চলাচল।
Published By
Arpita Majumder
Durgapur Darpan


