ভয়াবহ ঘটনা, দুর্গাপুরে উল্টে গেল অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, আতঙ্ক চরমে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার ভোরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মুচিপাড়ার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল ২৪ কে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার। ধোঁয়ায় ও গ্যাসে ঢেকে যায় আশপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জাতীয় সড়কের উড়ালপুলের নিচের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। লেন বন্ধ করে দেওয়া হয়। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
জানা গিয়েছে, ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় ট্যাঙ্কারটি। এরপর সেটি উল্টে যায়। ভোর ৩ টা নাগাদ মুচিপাড়া উড়ালপুল সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা প্রথম পুলিশ ও পরে দমকলে খবর দেন। অ্যাসিডের বিপদ এড়াতে প্রথমে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে উড়ালপুলের উপর দিয়ে আসানসোলগামী লেনে যান চলাচল চালু করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশ জানিয়েছে, অ্যাসিড ভর্তি ট্যাঙ্কারটি ডালটনগঞ্জ থেকে কলকাতা যাচ্ছিল। দমকলের স্টেশন অফিসার সুদীপ্ত চক্রবর্তী জানান, বাতাসের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেরি হচ্ছে। দমকলের দুটি ইঞ্জিন রিলে করে জল ঢেলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে চলেছে। ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। বিপদের আশঙ্কা কতটা? স্টেশন অফিসার জানান, ওই ধোঁয়া বা গ্যাস শরীরে ঢুকলে বিপদ হতে পারে। তাই আশপাশের বাসিন্দাদের সরিয়ে রাখা হয়েছে। ট্যাঙ্কারের চালক দিলীপ রায় জানান, ১৬ চাকার একটি ট্রাক রাস্তা চেপে যাচ্ছিল। ট্যাঙ্কারটিকে বাঁচাতে গেলে সেটি ডিভাইডারে উঠে যায়। এরপরেই সেটি নিয়ন্ত্রণ হারায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
আরও খবর: গবেষণার সময় বিস্ফোরণে জখম এনআইটি-র অধ্যাপকের মৃত্যু




