চ্যালেঞ্জ ছুড়লেন বংশগোপাল, সেলিমদা-কে স্যালুট! বাকীরা?

চ্যালেঞ্জ ছুড়লেন বংশগোপাল, সেলিমদা-কে স্যালুট! বাকীরা?
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক: বিস্তর টানাপোড়েন এর পর অবশেষে প্রাক্তন মন্ত্রী, আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীকে (Bansa Gopal Chowdhury) দল থেকে বহিষ্কার করল আলিমুদ্দিন স্ট্রিট। শনিবার রাতে আলিমুদ্দিন স্ট্রিট থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর এক সিপিএম নেত্রীকে সমাজমাধ্যমে নানা কুরুচিকর বার্তার অভিযোগ ছিল বংশগোপালের বিরুদ্ধে। গত বছর নভেম্বরে মহিলা নেত্রী জেলা সিপিএমকে বিষয়টি জানান। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি খতিয়ে দেখতে শুরু করে বিষয়টি। শেষ পর্যন্ত বংশগোপালকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় আলিমুদ্দিন।

বিস্ফোরক বংশগোপাল। তাঁর বক্তব্য, “চক্রান্ত করে ফাঁদ তৈরি করে আমাকে বিপাকে ফেলা হয়েছে। কাচের ঘরে বসে যারা ঢিল মারছে তারা আগে নৈতিকতা নিশ্চিত করুক। তা না হলে ভবিষ্য়তে অনেক কিছু অপেক্ষা করে আছে। আমি চার মাস চুপ ছিলাম। সেটাকে আমার দুর্বলতা ভাবা হয়েছে। ১৯ বছর বয়সে পার্টিতে যোগ দিয়েছিলাম। সেলিমদা-কে স্যালুট। তাকে আমি ছোটবেলা থেকে চিনি। কিন্তু বাকীরা? পশ্চিম বর্ধমান জেলা পার্টির একটা অংশ? তাদের নৈতিকতার বিচার কে করবে? তৃণমূল আমাকে গালিগালাজ করেছে কিন্তু এমন নোংরা কথা কখনও বলেনি। বিজেপি নেতাদের কাছে যারা কাটমানি খায় তাদের বিচার কে করবে?”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “এমন ভিত্তিহীন অভিযোগ আগেও করা হয়েছে। পঙ্কজ রায় সরকার যখন দল ছেড়ে দিল, তখন বলা হল ও আগে গেল। এবার আমি যাব। আমি কখনও অন্য কোনও দলে যোগ দেওয়ার জন্য কারওর কাছে দরবার করিনি। আমার সিপিএম, তৃণমূল, কংগ্রেস, নকশাল সবার সঙ্গে যোগাযোগ আছে। আমি আগের মতো সমাজসেবার কাজ করে যাব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

অবশেষে বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করল সিপিএম
অবশেষে বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করল সিপিএম
সেলিমদা-কে স্যালুট। তাকে আমি ছোটবেলা থেকে চিনি। কিন্তু বাকীরা? পশ্চিম বর্ধমান জেলা পার্টির একটা অংশ? তাদের নৈতিকতার বিচার কে করবে?
Published By
Durgapur Darpan
error: Content is protected !!