দুর্গাপুরে ধরা পড়ল ‘চেন্নাই গ্যাং’! বিশাল সাফল্য কোকওভেন থানার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ধরা পড়ল দক্ষিণ ভারতের দুষ্কৃতী দল। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর ধরে সেখান থেকে একটি দুষ্কৃতী দল দুর্গাপুরে এসে শহরের বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার, ল্যাপটপ ও দামী মোবাইল চুরি করে চেন্নাইয়ে নিয়ে গিয়ে সেগুলি বিক্রি করে রোজগার করছিল। এবারেও তারা দুর্গাপুরে এসে তাদের কাজ শুরু করে দেয়। কিন্তু শেষ রক্ষা আর হল না।
কোক ওভেন থানার পুলিশের জালে ধরা পড়েছে ওই দুষ্কৃতী দলের তিনজন। পুলিশ জানতে পারে, ওই দলটি লিলুয়া বাঁধ এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকে। তাদের মধ্যে একজন বোবা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছে সাহায্য চাইত। সেই সময়ই সে মূলত দেখে নিত, কোন কোন বাড়িতে ছাত্রছাত্রীরা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে। সে ওই বাড়িগুলি চিহ্নিত করে রাখত। তারপর মাঝরাতের পর দলের সঙ্গীরা বের হয়ে ওই সব বাড়ি থেকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল চুরি করে ভাড়া বাড়িতে ফিরে আসত।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
কোক ওভেন থানার পুলিশ তদন্তে নেমে রবিবার রাতে লিলুয়া বাঁধ এলাকায় ওই বাড়িতে হানা দেয়। গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হল তামিলনাড়ুর ভেলোরের কুমার আপ্পারাও, জি কুমার ও পি বালাজি। তাদের কাছ থেকে ৩ টি ল্যাপটপ ৩৪ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তাদের জেরা করে জেনেছে, প্রতি বছর তারা দুর্গাপুরে এই ধরনের অপরাধ করে। চুরি করা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল চেন্নাইতে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। দুর্গাপুর ছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমানের কয়েকটি এলাকায় এই কাজ করেছে। সোমবার তাদের দুর্গাপুর আদালতে পেশ করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
আরও পড়ুন: ব্যারাজ দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গেল? কী হবে এবার?

