জমছে জল, বন্ধ হয়ে গেল ব্যারাজের বিকল্প রাস্তা, কটাক্ষ বিরোধীদের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার রাত থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ব্যারাজ দিয়ে ট্রাক, ডাম্পার, লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক কথায়, পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায় ব্যারাজ দিয়ে। শুধু যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি ছাড় দেওয়া হয়। অন্যদিকে, ছোট গাড়ি, বাইক, ট্রাক্টর সহ অন্যান্য যানবাহন ব্যারাজের নীচে বিকল্প রাস্তা দিয়ে পাঠানো শুরু হয়। সোমবার সেই বিকল্প রাস্তা পরিদর্শন করতে আসেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া।
তিনি বলেন, “সেই রাস্তায় পাঁচটা জায়গায় জল জমছে। বাস বা গাড়ির সমস্যা হবে না। কিন্তু টোটো, বাইক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হড়কে যেতে পারে। আমি সেচ দফতরের সচিব, সেচ দফতরের আধিকারিক, জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলব। তাঁরা যে যে সমস্যাগুলি তুলে ধরবেন, সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা করব।” কার্যত তারপরেই বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সব যানবাহন আগের মতো ব্যারাজ দিয়ে যাতায়াত শুরু করে। সেচ দফতরের দামোদর হেড ওয়ার্কস ডিভিসনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার টেলিফোনে বলেন, “ওই বিকল্প রাস্তা পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিল। এবার নির্দেশ এলে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিকল্প রাস্তা তৈরির পরে জল দাঁড়ানোর জন্য বন্ধ হয়ে যাওয়ায় বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা একটা বিশাল স্ক্যাম। সরকারি টাকা লুঠ চলছে। তিন দিনের মধ্যে সুরাহা না হলে সেচ দফতর ঘেরার করে বিক্ষোভ হবে। এই দুর্নীতির তদন্ত চাই। একবার রাস্তা চালু করা হচ্ছে। আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে চরম বিপাকে পড়তে হচ্ছে।” তৃণমূলের বিষ্ণুপুর জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, “বিরোধীদের কথাবার্তার কোনও গুরুত্ব নেই। সমস্যার দ্রুত সমাধান করে ব্যারাজের সেতুর রাস্তা সংস্কারের কাজ হবে নির্ধারিত সময়েই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

