গ্রীষ্মে রক্তের আকাল দূর করতে দুর্গাপুরে রক্তদান শিবির করল পুলিশ
						দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ-জোনের একটি ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মে রক্তের আকাল দূর করতে আয়োজিত এই শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা, সিআই (এ) রনবীর বাগ, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

গ্রীষ্মে রক্তের আকাল দূর করতে দুর্গাপুরে রক্তদান শিবির করল পুলিশ
দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের এ-জোনের একটি ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
Published By
							Arpita Majumder
							
							
							Durgapur Darpan
							
							
							


