চুরি রুখে পুলিশের কাছে পুরস্কৃত হলেন সিটি সেন্টারের মহিলা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুষ্কৃতীদের চুরির পরিকল্পনা ভেস্তে দিলেন মহিলা। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাতে ফল, মিষ্টি নিয়ে তাঁর বাড়ি পৌঁছে গেল পুলিশ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের ঘটনা। তবে ঘটনার ৪ দিন পরেও চোর এখনও ধরা পড়েনি। পুলিশ চোরেদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের সিটি সেন্টারের ইন্দ্রপ্রস্থ হাউসিং কো-অপারেটিভ এলাকায় থাকেন মহিলা লিপিকা শানিগ্রাহী। বৃহস্পতিবার তিনি দেখেন, তাঁর পাশের বাড়ির কোলাপসিবল গেট কেটে ভেতরে ঢুকেছে এক দুষ্কৃতী। আর এক দুষ্কৃতী বাইরে রয়েছে। তিনি বাড়ি থেকেই বলতে থাকেন, ‘আপনারা কারা?’। দুই দুষ্কৃতী বলে, তারা ব্যাঙ্ক থেকে এসেছে। বাড়ির মালিক ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পারায় বাড়ির দখল নিতে এসেছে। তিনি তখন পাল্টা ওদের প্রশ্ন করেন, ‘বাড়ির মালিক নেই, তখন কেন এসেছেন বাড়ির দখল নিতে?’
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
লিপিকাদেবী ওই বাড়ির মালিককে ফোন করেন। সেই সময় পরিস্থিতি বেগতিক দেখে দুই দুষ্কৃতী চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করে। তবে এখনও দুষ্কৃতীরা ধরা পড়েনি। লিপিকাদেবী বলেন, “সব দেখে আমি আমার বাড়ির ভিতরে ঢুকে যাই। দরজা বন্ধ করে ওই বাড়ির মালিককে ফোন করা শুরু করি। তখনই দেখি, দুষ্কৃতীরা পালিয়ে যায়।” কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “মহিলার সাহসিকতাকে কুর্নিশ জানাই। এভাবে সবাই সচেতন থাকলে চুরি, প্রতারণা কমবে। আমরা ওই মহিলাকে সম্মান জানিয়েছি। দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে বলে আমরা আশাবাদী।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

