প্রতাপপুরে ২.৫ কোটির হাইড্রেন, ইছাপুরে ৬০ লক্ষের রাস্তা করে দিচ্ছে এডিডিএ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতে হাইড্রেন এবং ইছাপুর পঞ্চায়েতে কংক্রিটের রাস্তা করে দিচ্ছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। রবিবার বিকালে দুটি প্রকল্পের শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, কর্মাধ্যক্ষ চুমকি মুখোপাধ্যায় প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ইছাপুর গ্রাম পঞ্চায়েতের বিজুপাড়া শিব মন্দির থেকে মার্শাল মুর্মুর বাড়ি পর্যন্ত প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয় করে কংক্রিটের রাস্তার শিলান্যাস করা হয় এদিন। একই সঙ্গে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জামগড়ায় একটি হাইড্রেন নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হয়। এই প্রকল্পের জন্য প্রায় ২.৫ কোটি টাকা ব্যয় করা হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই দুটি প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার মানুষের ব্যাপক সুবিধা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )




