ক্লাস রুমে রাখা গ্যাস সিলিন্ডার, বিপদ মাথায় নিয়ে চলছে বিষ্ণুপুরের স্কুল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ক্লাস রুমে রাখা গ্যাস সিলিন্ডার। বিপদ মাথায় নিয়ে চলছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ক্লাস রুমে গ্যাস সিলিন্ডার ছাড়াও মজুত রয়েছে চাল, ডালের বস্তা, সবজি সহ মিড ডে মিলের সামগ্রী ভর্তি ড্রাম। সেই রুমেই ঝুঁকি নিয়ে চলছে পঠন পাঠন। ক্ষোভ অভিভাবকদের। উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, দাবি প্রধান শিক্ষকের।
বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ছয়টি ক্লাসের জন্য ছয়টি রুম। একটি অফিস রুম। কোনও স্টোর রুম নেই। সেই জন্যই মিড ডে মিলের যাবতীয় জিনিসপত্র রাখা হয় পঞ্চম শ্রেণীর ক্লাসরুমে। এর ফলে পঠন পাঠনের সমস্যা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীর ক্লাসরুম গুদাম ঘরে পরিণত হওয়ায় টিএলএম ব্যবহার করা যায় না। প্রায় দেড়শো পড়ুয়া রয়েছে। কিন্তু মিড ডে মিলের খাবার খাওয়ার জন্য রয়েছে ৩০ জনের বসার মত শেড। সেই জন্য বেশিরভাগ পড়ুয়াকে রোদের মধ্যে বসে খেতে হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সুতপা ভান্ডারী নামের অভিভাবক বলেন, “ভয়েরই ব্যাপার। আমার মেয়েও পঞ্চম শ্রেণীতে পড়ে। সেই ক্লাসরুমে রাখা থাকে গ্যাস সিলিন্ডার। জিনিসপত্র ভরা থাকে। দ্রুত নতুন ঘর তৈরি করা হোক, এই দাবি করছি।” বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাপি হাজরা বলেন, “আমরা একাধিকবার এই সমস্যার কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একাধিকবার বিদ্যালয় পরিদর্শনও করেছেন তাঁরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এভাবেই ঝুঁকি নিয়ে পঠন-পাঠন চলে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

