তাজ্জব ব্যাপার! শরীরে গলব্লাডারই নেই, তবু ডায়গনস্টিক সেন্টারের রিপোর্ট বলছে গলব্লাডার আছে

তাজ্জব ব্যাপার! শরীরে গলব্লাডারই নেই, তবু ডায়গনস্টিক সেন্টারের রিপোর্ট বলছে গলব্লাডার আছে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শরীরে গলব্লাডারই নেই, তবু ডায়গনস্টিক সেন্টারের রিপোর্ট বলছে গলব্লাডার আছে! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার পানাগড় রেলপাড়ের একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। বিডিও এবং স্বাস্থ্য দফতরের দ্বারস্থ হয়েছে এক দম্পতি। রিপোর্ট ভুল নয়, প্রিন্টিং মিসটেক হয়েছে, এমন দাবি ডায়াগনস্টিক সেন্টারের।

জানা গিয়েছে, ৫ জুন সুব্রত সিনহা তাঁর স্ত্রী দেবপ্রিয়া রায়ের ইউএসজি টেস্ট করান ওই সেন্টারে। সেই রিপোর্টে গলব্লাডারের উল্লেখ করা আছে। তাঁর দাবি, দু বছর আগে দুর্গাপুরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হয়। কয়েকদিন আগে থেকে হজমের সমস্যা হচ্ছিল। সেই জন্য স্ত্রীকে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টকে দেখানো হয়। চিকিৎসক ইউএসজি করানোর পরামর্শ দেন। পানাগড়ের ওই সেন্টারে তিনি স্ত্রীকে নিয়ে গিয়ে ইউএসজি করান।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

রিপোর্ট আসে। সেই রিপোর্ট চিকিৎসককে দেখানো হয়। চিকিৎসক বলেন, “আপনার স্ত্রীর গলব্লাডার রয়েছে, সেটা রিপোর্টে উল্লেখ রয়েছে। আপনার স্ত্রীর আগে গলব্লাডার অস্ত্রোপচার হলে এখনও কেন গলব্লাডার রয়েছে? যদি গলব্লাডারে অস্ত্রোপচার হয়ে থাকে, তাহলে এই রিপোর্ট ভুল।” সুব্রতবাবু ডায়গনস্টিক সেন্টারে ফোন করলে কর্তৃপক্ষ দাবি করেন, প্রিন্টিং মিসটেক হয়েছে। তাঁকে গিয়ে প্রিন্টিং ঠিক করে নিতে বলা হয়। 

তিনি বলেন, “এই ঘটনা কেন হবে? আমার স্ত্রীর যদি ভুল ওষুধ খেয়ে কিছু হয়ে যেত তাহলে দায় কে নিতো? সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতরে এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।” ডায়গনস্টিক সেন্টারের এক আধিকারিক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের এখানে আগে এরকম কোনও দিন হয়নি। রিপোর্ট কোনদিন ভুল হয়নি। এই রিপোর্টও ভুল হয়নি। কোনও কারনে প্রিন্টিং মিসটেক হয়েছে। আমরা ওঁদের একাধিকবার বলেছি, ‘আপনারা এসে ঠিক করে নিয়ে যান বা আবার টেস্ট করান। কিন্তু ওঁরা শুনছেন না।”

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

তাজ্জব ব্যাপার! শরীরে গলব্লাডারই নেই, তবু ডায়গনস্টিক সেন্টারের রিপোর্ট বলছে গলব্লাডার আছে
তাজ্জব ব্যাপার! শরীরে গলব্লাডারই নেই, তবু ডায়গনস্টিক সেন্টারের রিপোর্ট বলছে গলব্লাডার আছে
তিনি বলেন, "এই ঘটনা কেন হবে? আমার স্ত্রীর যদি ভুল ওষুধ খেয়ে কিছু হয়ে যেত তাহলে দায় কে নিতো? সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাঁকসা ব্লক স্বাস্থ্য দফতরে এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।"
Published By
Durgapur Darpan
error: Content is protected !!