পুর নিগমের ফাঁকা ট্যাঙ্কারের নীচে পানীয় জলের জন্য হাপিত্যেস দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পাইপ লাইনে ঠিকমতো জল আসে না। বাসিন্দাদের দাবি মেনে নগর নিগম জলের একটি ট্যাঙ্কার পাঠিয়েছিল। সেই জল শেষ হওয়ার পরেই হাহাকার শুরু হয়েছে এলাকায়। ফাঁকা ট্যাঙ্কারের নীচে পানীয় জলের জন্য হাপিত্যেস পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিজড়া এলাকায়। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে দুর্গাপুর নগর নিগম।
তীব্র দাবদাহে জ্বলছে দুর্গাপুর। ২ নম্বর ওয়ার্ডের বিজড়া মাহালিপাড়ায় প্রায় ৭০ টি পরিবার রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের পানীয় জলের পাইপ লাইনে কখন জল আসে তার কোনও ঠিক থাকে না। একাধিকবার দুর্গাপুর নগর নিগমকে জানানোর পরে একটি মাত্র পানীয় জলের ট্যাঙ্কার দিয়েছে এলাকায়। কিন্তু সেই ট্যাঙ্কার আসতে না আসতেই জল শেষ হয়ে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এলাকাবাসীর বক্তব্য, “সকাল থেকে জল নেই। এলাকায় টিউবয়েল বিকল। পাইপলাইনে জল আসে না। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব? আমরা নগর নিগম কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি। একটি মাত্র ট্যাঙ্কার দিয়েছে। কিন্তু সেই ট্যাঙ্কারে জলের অভাব পূরণ হচ্ছে না। শূন্য ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে এলাকায়।” অপদার্থ পুর প্রশাসক বোর্ড, তাই এই পরিস্থিতি অভিযোগ জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডলের। নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারী দ্রুত পানীয় জলের ট্যাঙ্কার পাঠানোর আশ্বাস দিয়েছেন।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

