‘দুর্নীতির খবর থাকলে জানান’, শহর জুড়ে টোল ফ্রি নম্বরের হোর্ডিং দিচ্ছে আইএনটিটিইউসি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঠিকা শ্রমিক নিয়োগে আইএনটিটিইউসির কেউ হস্তক্ষেপ করবে না। নিয়োগের বিষয় দেখবেন কারখানা কর্তৃপক্ষ। রাজ্য আইএনটিটিইউসি সভাপতি রাজ্য সভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একথা বার বার বলেছেন। তা সত্বেও অনেকে নিয়ম মানছে না বলে অভিযোগ। শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে হুঁশিয়ারি দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, “যিনি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়োগের তালিকা দিয়েছেন, সেই নেতার বিরুদ্ধে এফআইআর করা হবে। তিনি মিউজিক ফেস করার জন্য তৈরি থাকুন।”
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে আইএনটিটিউসি। নিয়োগ করবেন কারখানা কর্তৃপক্ষ। সেখানে নাক গলাতে পারবে না আইএনটিটিইউসি। কিছু নেতা বিভিন্ন কারখানায় নিয়োগের তালিকা দিচ্ছেন। সেই অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। পাশাপাশি, যে ঠিকাদার পিএফ, ইএসআই মেরে দিচ্ছে, পে স্লিপ দিচ্ছে না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনও নেতা জড়িত থাকেন, সে দায়ও তাঁদের নিতে হবে। আইএনটিটিইউসির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে। ডিএসপি ও এএসপিতে বায়োমেট্রিক চালু করতে যাঁরা দিচ্ছেন না, তাঁদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা বায়োমেট্রিক চালু করবই।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শনিবার দুপুরে দুর্গাপুর হাউসে ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আইএনটিটিইউসির দেওয়া টোল ফ্রি নম্বরে ভুরি ভুরি অভিযোগ আসছে। সেই টোল ফ্রি নম্বরের মাধ্যমে বহু নেতার চরিত্র খোলসা হয়ে যাচ্ছে। এবার শহর জুড়ে ২৫ জুন সেই টোল ফ্রি নম্বর লেখা হোর্ডিং লাগানো হবে।”
এদিকে বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “মন্ত্রী, সাংসদ বলছেন পোর্টাল দিয়ে নিয়োগ করা হবে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ডিএসপিতে কাজ দিয়েছেন বহু তৃণমূলের নেতা। সেই সব ঠিকা শ্রমিকের পরিবারের ভবিষ্যৎ কী হবে। দ্রুত সেই সব নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

