দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গের সামনে বিজেপি নেতার মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হাসপাতালের মর্গের সামনে বিজেপি নেতার মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জখম বিজেপি নেতাকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তর করা হয় বিধাননগরের মিশন হাসপাতালে। তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
ঘটনার শুরু শনিবার দুপুর দেড়টা নাগাদ। শুক্রবার রাতে খনিতে কর্মরত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় মৃত এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। তাঁর আত্মীয় বিজেপি নেতা সঞ্জয় যাদব অন্যান্যদের সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহ ময়নাতদন্তর জন্য নিয়ে আসেন। সঞ্জয়ের অভিযোগ, আচমকা জনা তিরিশ দুষ্কৃতী দলবল নিয়ে তাঁদের উপরে চড়াও হয়। সঞ্জয়ের মাথা ফেটে গল গল করে রক্ত পড়তে থাকে। উত্তেজনা ছড়িয়ে পড়ে মহকুমা হাসপাতাল চত্বরে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এরপর মৃতদেহ ময়না তদন্তর জন্য আসানসোল নিয়ে যাওয়া হয়। আহত বিজেপি নেতার অভিযোগ, এরা সবাই তৃণমূল আশ্রিত। পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে এই হামলা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আসেন পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী। মারের বদলা মার হবে, হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি। তৃণমূলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “জিতেন্দ্র তিওয়ারি কথার গুরুত্ব নেই। পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কলকাতায় আছেন।” থানায় লিখিত অভিযোগ দায়ের হবে। যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে তাহলে ধারাবাহিক আন্দোলন হবে, হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

