দুর্গাপুরে নতুন অবতারে ট্রাফিক পুলিশ! হাতে বেলচা, কোদাল, ঝাঁটা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ট্রাফিক পুলিশ রাস্তায় নেমেছে বেলচা, কোদাল, ঝাড়ু হাতে। রবিবার ছুটির দিনে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এমন দৃশ্য দেখা গেল। পথ চলতি অনেকেই রাস্তা দিয়ে যেতে যেতে অবাক হয়ে দেখছেন। সাধু রামচাঁদ মুর্মু সরণী সংলগ্ন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় বৃষ্টির তোড়ে মোরাম, বালি এসে জমছে। রাস্তা দিয়ে যেতে গিয়ে বাইক, স্কুটি নিয়ে অনেকে স্লিপ কেটে পড়ে গিয়েছেন।তাছাড়া, আগাছায় জমেছে রাস্তার দুই পাশ। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ সেই সব বালি, মোরাম, আগাছা সাফ করতে নেমে পড়ল রবিবার।
ট্রাফিক ইন্সপেক্টর (৩) সঞ্জীব তিওয়ারী, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, ট্রাফিক আধিকারিক আলী রেজাক, তাপস গুঁই সহ ট্রাফিকের আধিকারিকরা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে বেলচা, ঝাড়ু হাতে রবিবার রাতে রাস্তা পরিষ্কার করতে শুরু করেন। বাইক চালক তপন অধিকারী বলেন, “রাস্তার যা অবস্থা ছিল তাতে দুর্ঘটনা ঘটছিল। বাইকের চাকা পিছলে যাওয়ার ভয় ছিল। ট্রাফিক পুলিশ ভালো কাজ করছে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ট্রাফিক ইন্সপেক্টর (৩) সঞ্জীব তিওয়ারি বলেন, “আমরা বার বার দেখতাম, এখানে দুর্ঘটনা ঘটছে। সামনে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে। সেখানে পড়ুয়া, অভিভাবকরা আসেন। তাদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সেই জন্য রবিবার ছুটির দিন সকাল থেকে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমেছি। দুর্ঘটনা রুখতে আগামী দিনে এভাবে সামাজিক কাজও করতে চাই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

