Accident News. পানাগড়ে দুর্ঘটনার কবলে সিআইএসএফের গাড়ি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ে দুর্ঘটনার কবলে পড়ে সিআইএসএফের গাড়ি। এদিন বিকালে সিআইএসএফের গাড়িটি ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমান থেকে ঝাড়খন্ড যাচ্ছিল। হাসপাতাল মোড়ের কাছে দুর্ঘটনার মুখে পড়ে সিআইএসএফের গাড়িটি। জানা গিয়েছে, সিআইএসএফের গাড়িটির সামনের চাকা ফেটে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির সামনের একদিক তুবড়ে যায়। গাড়ির চালক ও আরোহী সিআইএসএফ জওয়ান সুস্থ আছেন বলে জানা গিয়েছে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

পানাগড়ে দুর্ঘটনার কবলে সিআইএসএফের গাড়ি
সিআইএসএফের গাড়িটির সামনের চাকা ফেটে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির সামনের একদিক তুবড়ে যায়। গাড়ির চালক ও আরোহী সিআইএসএফ জওয়ান সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
Published By
Arpita Majumder
Durgapur Darpan
