স্কুলের পড়াশোনা শেষ করেই মিলবে উজ্জ্বল কেরিয়ারের খোঁজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আর্টস, সায়েন্স, কমার্স, গ্রাজুয়েট, নন-গ্রাজুয়েট। সবার জন্য যুগোপযোগী নিশ্চিত কেরিয়ার গড়ার সুযোগ করে দিতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগরে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে শনিবার থেকে। প্রতিষ্ঠানের কর্ণধার আদেশ রায় জানান, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, ইউআই ইউএক্স ডিজাইন সহ নানা আধুনিক বিষয় শেখানো হয়। এরপরে প্লেসমেন্টের জন্য বিভিন্ন প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের তৈরি করা হয়। তিনি দাবি করেন, এক বছরের কোর্স শেষে অধিকাংশ জন প্লেসমেন্ট পেয়ে যায়। তবে কিছু শিক্ষার্থীকে চাকরির জন্য আরও কিছুদিন রেখে তৈরি করতে হয়। তবে সেজন্য অতিরিক্ত কোনও ফি লাগে না।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

