ভুয়ো সেনাকর্মীর পরিচয় দিয়ে সিটি সেন্টারের শিক্ষিকার সঙ্গে বিয়ের নামে প্রতারণা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভুয়ো সেনাকর্মীর পরিচয় দিয়ে শিক্ষিকার সঙ্গে প্রণয়ের অভিনয় করে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করেছে হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা অভিষেক মুখোপাধ্যায়কে। ওই শিক্ষিকার বাড়ি সিটি সেন্টার এলাকাতে। সোমবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে দেন। তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে সেনা জওয়ানের পরিচয় দিয়ে ওয়েবসাইটে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার বাসিন্দা এক শিক্ষিকার সাথে প্রণয়ের সম্পর্কে জড়ায় ওই যুবক। নিজেকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে সে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী বলেও দাবি করে। শিক্ষিকার সঙ্গে ঘোরাঘুরি এবং শিক্ষিকার বাড়িতে আসা যাওয়া শুরু হয়। বিয়ের প্রস্তাব দেয় শিক্ষিকাকে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ওই যুবকের কথাবার্তায় এবং কাজকর্মে সন্দেহ হওয়ায় শিক্ষিকার মা-বাবা বিয়ের প্রস্তাবে রাজি হননি। কিন্তু মা-বাবার অমতেই রেজিস্ট্রি করে ফেলেন ওই শিক্ষিকা। যুবকের আসল পরিচয় জানার পরে শিক্ষিকার মাথায় আকাশ ভেঙে পড়ে। শিক্ষিকার বাবা-মা দুর্গাপুর থানার দ্বারস্থ হয়। প্রতারণার অভিযোগ দায়ের করা হয় ওই যুবকের বিরুদ্ধে।
সম্প্রতি দুর্গাপুরের একটি হোটেলে থাকছিল ওই যুবক। খবর পেয়ে সোমবার অভিষেককে ডেকে পাঠায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। সেনা এবং গোয়েন্দা বিভাগের পরিচয় পত্র দেখতে চায় পুলিশ। কিন্তু অভিষেক জানায়, গোপনীয়তার খাতিরে সে তা দেখাতে পারবে না। তাকে জেরা করতে শুরু করলে এক সময় সে ভেঙে পড়ে আসল কথা জানিয়ে দেয়। এরপরেই অভিষেককে গ্রেফতার করে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

