দুর্গাপুরের ১৫টি বড় রথযাত্রা কমিটিকে নিয়ে পুলিশের বৈঠক

দুর্গাপুরের ১৫টি বড় রথযাত্রা কমিটিকে নিয়ে পুলিশের বৈঠক
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের মোট ১৫ টি বড় রথযাত্রা কমিটিকে নিয়ে দুর্গাপুর থানায় বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, ওসি দুর্গাপুর সঞ্জীব দে সহ দুর্গাপুর থানার অন্তর্গত ফাঁড়ির আধিকারিকেরা। উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি সহ প্রাক্তন কাউন্সিলররা। পুলিশের তরফে উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়। পুলিশ সব ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাস দেওয়া হয়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
দুর্গাপুরের ১৫টি বড় রথযাত্রা কমিটিকে নিয়ে পুলিশের বৈঠক
News
দুর্গাপুরের ১৫টি বড় রথযাত্রা কমিটিকে নিয়ে পুলিশের বৈঠক
:
উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, ওসি দুর্গাপুর সঞ্জীব দে সহ দুর্গাপুর থানার অন্তর্গত ফাঁড়ির আধিকারিকেরা।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!