রহস্যজনক ভাবে বেনাচিতি বাজার থেকে এক সঙ্গে নিঁখোজ চার বালক, আতঙ্ক এলাকায়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ওদের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। বাজারে গিয়েছিল আম বিক্রি করতে। তারপরে তারা উধাও হয়ে যায়। ১০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও খোঁজ নেই তাদের। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। গত ৭ জুন বেনাচিতি বাজার থেকে তারা নিখোঁজ হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
বিজু পাসি (৬), কিষান পাসি (১০), আকাশ পাসি (৮) এবং মিলন পাসি (৯)। বাড়ি দুর্গাপুর থানার কুড়ুরিয়া ডাঙার পাসি পাড়ায়। এদের পরিবার সূত্রে জানা গিয়েছে, শহরের বিভিন্ন জায়গা থেকে মরসুমি ফল পেড়ে তা বেনাচিতি বাজারে গিয়ে বিক্রি করত এরা। ৭ জুন সকাল ১০ টা নাগাদ ৪ জন একসঙ্গে আম বিক্রি করতে যায় বেনাচিতি বাজারে। তার পর থেকেই নিঁখোজ তারা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এভাবে একসঙ্গে চার জন কী ভাবে উধাও হয়ে যেতে পারে? কেউ কী তাদের ভুল বুঝিয়ে অন্য কোথাও অসৎ উদ্দেশ্যে নিয়ে চলে গিয়েছে? বেনাচিতি বাজারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আত্মীয় কেষ্ট পাসি বলে, “আমার নিজের দুই ভাই এবং কাকার দুই ছেলে ৭ জুন আম বিকরি করতে গিয়ে দুপুর বারোটা পর্যন্ত বেনাচিতি বাজারে ছিল বলে আমরা জানতে পেরেছি। তারপর তারা নিখোঁজ হয়ে যায়। পুলিশ চেষ্টা করছে। তবে এখনও খোঁজ না পেয়ে আমরা খুব উদ্বেগে রয়েছি।” এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “আমরা নিখোঁজ শিশুদের সন্ধানে চারিদিকে খোঁজ চালাচ্ছি। আশা করছি, দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

