সরকারি জমি দখল করে নিচ্ছে বিজেপি? তৃণমূলের এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার সুভাষপল্লী এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সুভাষপল্লীতে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের (ডিপিএল) জমি বাঁশ পুঁতে দখল করছে বিজেপি। যদি তাই হবে তাহলে ব্যবস্থা নিক বিএলআরও দফতর, সাফ বক্তব্য বিজেপির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, ডিপিএলের জমি হঠাৎ কয়েকজন খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করছে। খবর পেয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করেন গলসির প্রাক্তন বিধায়ক গৌড় মন্ডল। তিনি বলেন, “এলাকার বিজেপির কর্মীরা এই সরকারি জমিটা দখল করার চেষ্টা করছে। এই সরকারি জমি যাতে জবরদখল না হয় সেই জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পাল্টা বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন, “কেউ জমি দখল করলে সেটা দেখার কাজ বিএলআরও দফতরের। জমি দখল করা তৃণমূলের সংস্কৃতি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসব তৃণমূলেরই কারসাজি।” যদিও, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন, “শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। সরকারি জমি কোনমতেই দখল হতে দেব না। বিএলআরও দফতর নিশ্চয়ই ব্যবস্থা নেবে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

