অল্প বৃষ্টিতেই ভরে উঠেছে নর্দমা, আতঙ্কে সুকান্ত পল্লীর বাসিন্দারা

অল্প বৃষ্টিতেই ভরে উঠেছে নর্দমা, আতঙ্কে সুকান্ত পল্লীর বাসিন্দারা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অল্প বৃষ্টিতেই ভরে উঠেছে নর্দমা। আতঙ্কে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দারা। ২০২৪ সালে এই এলাকা দু’ দু’বার জলমগ্ন হয়ে পড়ে। বাড়ির ভিতরে এক হাঁটু জল জমে যায়। আসবাবপত্র নষ্ট হয়। সামান্য বৃষ্টি হতেই যেভাবে নর্দমা ভরে উঠেছে, তাতে বৃষ্টি বেশি হলে এলাকায় জল জমে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নর্দমা তেমন চওড়া নয়। তার উপরে নিয়মিত সাফাই হয় না। ফলে মজে রয়েছে। সামান্য বৃষ্টি হতেই জল জমতে শুরু করেছে নর্দমায়। জল বয়ে যাচ্ছে না ঠিকমতো। তাঁরা জানান, চওড়া ও গভীর নর্দমা তৈরি করা দরকার। তা না হলে এই সমস্যা মিটবে না। ২০২৪ সালে দুই বার জলমগ্ন হওয়ার পরে পুরসভার লোকজন পরিদর্শনে এসেছিলেন। কিন্তু কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
অল্প বৃষ্টিতেই ভরে উঠেছে নর্দমা, আতঙ্কে সুকান্ত পল্লীর বাসিন্দারা
News
অল্প বৃষ্টিতেই ভরে উঠেছে নর্দমা, আতঙ্কে সুকান্ত পল্লীর বাসিন্দারা
:
বাড়ির ভিতরে এক হাঁটু জল জমে যায়। আসবাবপত্র নষ্ট হয়। সামান্য বৃষ্টি হতেই যেভাবে নর্দমা ভরে উঠেছে, তাতে বৃষ্টি বেশি হলে এলাকায় জল জমে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!