জিএসটি ও আয়কর নিয়ে সেমিনার হল ইউনিভার্সিটি ইনস্টিটিউট সভাঘরে

জিএসটি ও আয়কর নিয়ে সেমিনার হল ইউনিভার্সিটি ইনস্টিটিউট সভাঘরে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কলকাতা: সম্প্রতি কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট সভাঘরে জিএসটি ও আয়কর নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। কমার্শিয়াল ট‍্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এই সেমিনারের আয়োজন করেছিল। সভাপতি আইনজীবী অলোক ঘোষ, বার কাউন্সিলের সদস‍্য ও সিটিবিএ এর প্রাক্তন সেক্রেটারি সিদ্ধার্থ মুখোপাধ্যায়, বর্তমান সেক্রেটারি শক্তি পদ দে বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি আইনজীবী সজ্জন কুমার তুলসিয়ান, এনউইজেএস এর উপাচার্য নির্মল কুমার চক্রবর্তী তাঁদের সুচিন্তিত বক্তব্য পেশ করেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সিজিএসটির পূর্বাঞ্চল বিভাগের চিফ কমিশনার শাঁওন কুমার, এসজিএসটির কমিশনার দেবী প্রসাদ কারনাম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য সুচিন্তিত বক্তব্য‍ রাখেন। পীযূষ চক্রবর্তী ও এমএস হুদার পরিচালনায় একটি বুলেটিন প্রকাশ করা হয়। ইন্দোর থেকে আগত বক্তা রাজেশ মেহতা ক‍্যাপিটাল গেইনস ট‍্যাক্স নিয়ে বক্তব‍্য রাখেন। বিমল জৈন বক্তব্য রাখেন জিএসটির উপর। সেমিনারের মডারেটর ছিলেন আইনজীবি অভ্র মজুমদার। শেষদিকে জিএসটি নিয়ে আলোচনায় অংশ নেন সিজিএসটির অ্যাডিশনাল কমিশনার রাজীব শঙ্কর সেনগুপ্ত ও আইনজীবি অরূপ দাশগুপ্ত। সঞ্চালনায় ছিলেন আইনজীবী সুমিত গুপ্ত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
জিএসটি ও আয়কর নিয়ে সেমিনার হল ইউনিভার্সিটি ইনস্টিটিউট সভাঘরে
News
জিএসটি ও আয়কর নিয়ে সেমিনার হল ইউনিভার্সিটি ইনস্টিটিউট সভাঘরে
:
সিজিএসটির পূর্বাঞ্চল বিভাগের চিফ কমিশনার শাঁওন কুমার, এসজিএসটির কমিশনার দেবী প্রসাদ কারনাম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য সুচিন্তিত বক্তব্য‍ রাখেন।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!