গ্রেফতার বাইক চোর, তার বাড়ি থেকে উদ্ধার চুরি যাওয়া বাইক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গ্রেফতার বাইক চোর। উদ্ধার চুরি যাওয়া বাইক। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির অন্তর্গত বামুনাড়ার একটি ওষুধের দোকানের মালিকের বাইক চুরি যায়। সেই বাইকটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে শনিবার দুর্গাপুর আদালতে পেশ করা হয়। পুলিশ ধৃতকে জেরা করে তার সঙ্গে আর কেউ যুক্ত কী না তার খোঁজ করবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, ধৃতের নাম রাহুল রুইদাস। আড়া কালিগঞ্জ এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে ওষুধের দোকানের মালিক মলানদিঘী ফাঁড়িতে বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় তদন্ত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় কাঁকসার কালীগঞ্জ এলাকায়। গ্রেফতার করা হয় রাহুল রুইদাসকে। তার বাড়ি থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

