মরণোত্তর দেহদান জনপ্রিয় করে তুলতে মেডিক্যাল কলেজের সঙ্গে চুক্তি বিজ্ঞান মঞ্চের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মরণোত্তর দেহদান জনপ্রিয় করে তুলতে মেডিক্যাল কলেজের সঙ্গে চুক্তি সাক্ষর করল পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি মেডিক্যাল কলেজের সঙ্গে গত ২০ জুন চুক্তি সাক্ষর হয়। কলেজের তরফে অধ্যক্ষ ডঃ দেবর্ষি সাহা ও অ্যানাটমি ডিপার্টমেন্ট এর প্রধান ডঃ মনোজ চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক কল্লোল ঘোষ, সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায়, অরুণ চ্যাটার্জি ও দেবব্রত চৌধুরী সাক্ষর করেন। এছাড়াও জেলা নেতৃত্ব হিসাবে উপস্থিত ছিলেন ধনুষধারী রাই, কিশোর ভট্টাচার্য্য ও মিঠু চক্রবর্তী। এই চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে পশ্চিম বর্ধমান জেলায় চক্ষুদান, দেহদান, অঙ্গদান আন্দোলন আরও গতি পাবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

