ঢালাই রাস্তা হতে না হতেই পাথর, সিমেন্ট উঠতে শুরু করেছে কাঁকসায়!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা পঞ্চায়েতের পালপাড়ায় রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি সেখানে নিকাশী নালা এবং পাকা রাস্তা নির্মাণ করা হয়। রবিবার বিকেল থেকে সেই কংক্রিটের রাস্তায় পাথর ও সিমেন্ট উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা শেখ শরিফ বলেন, “সরকার টাকা দিচ্ছে। অথচ কাজ হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। আমাদের যাতায়াতের সমস্যা হত। পাকা রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু রাস্তা পাকা হয়েও লাভ কিছু হল না। ঠিকাদার বলছে ৪ ইঞ্চি পুরু ঢালাই করা হয়েছে। কিন্তু আমরা রাস্তা খুঁড়ে দেখছি, ১ ইঞ্চি পুরু। ঠিকাদারের বিরুদ্ধে আমরা প্রতিবাদে সামিল হয়েছি।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা বলেন, “কেন্দ্র টাকা দিচ্ছে উন্নয়নের জন্য। উন্নয়ন হচ্ছে বলে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে কেন্দ্রের কাছে। কিন্তু সেই উন্নয়নের টাকা নয় ছয় করা হচ্ছে। সেই জন্যই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আমরাও প্রতিবাদে নামব। যে ঠিকাদার এই কাজ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “এই কাজ পঞ্চায়েতের। তবুও দেখার দায়িত্ব পঞ্চায়েত সমিতির। আমার খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

