ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান শিবির হল দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘এক ফোঁটা রক্তে বাঁচে প্রাণ, সেই রক্ত যে দেয় সেই হয় মহান’, এই বার্তা দিয়ে মঙ্গলবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সেপকো এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুর সাব ট্রাফিকের উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন ডিসি (ট্রাফিক) পিভিজি সতীশ পশুমার্তি এবং এসিপি (ট্রাফিক) রাজকুমার মালাকার। প্রায় ৬০ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ওসি (ট্রাফিক) সন্দীপ সোম, সাব ট্রাফিক ওসি আমিনুর খান সহ ট্রাফিক আধিকারিক আলী রেজাক, আইনজীবী আইয়ুব আনসারী, রক্তদাতা আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক কবি ঘোষ, রাজেশ পালিত প্রমুখ। ডিসি বলেন, “ট্রাফিক ব্যবস্থা সামলানোর পাশাপাশি আমরা সামাজিক কাজও করে থাকি। আজ সেই রকমই রক্তদান শিবির হল।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

