সাইবার সিকিউরিটি নিয়ে গুরুত্বপূর্ণ শিবির হল নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে

সাইবার সিকিউরিটি নিয়ে গুরুত্বপূর্ণ শিবির হল নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে সাইবার সিকিউরিটির উপর বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আয়োজন করে ‘ড্রপ অর্গানাইজেশন’। একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ২৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ দ্রুতগতিতে বাড়ছে। সেই প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয় স্কুলে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)  

সাইবার অপরাধ, অনলাইন জালিয়াতি, সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, ফিশিং এবং ডেটা প্রাইভেসি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তাঁরা। স্কুলের প্রধান শিক্ষক ডঃ কালিমুল হক বলেন, “শিক্ষার্থীদের ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের সচেতনতা শিবির অত্যন্ত জরুরী। এমন কর্মসূচি ছাত্রছাত্রীদের সুরক্ষিত অনলাইন ব্যবহারের বিষয়ে দক্ষ করে তুলবে।” শিক্ষক-শিক্ষিকারা ছাড়া অভিভাবক প্রতিনিধিরাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
সাইবার সিকিউরিটি নিয়ে গুরুত্বপূর্ণ শিবির হল নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে
News
সাইবার সিকিউরিটি নিয়ে গুরুত্বপূর্ণ শিবির হল নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে
:
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ দ্রুতগতিতে বাড়ছে। সেই প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয় স্কুলে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!