গভীর রাতে দুর্গাপুরে বিজেপির ফাঁড়ি ঘেরাও অভিযান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দক্ষিণ কলকাতার আইন কলেজের ভিতরেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। প্রতিবাদে শনিবার বিজেপির মিছিল শুরুর আগেই গড়িয়াহাটে ধরপাকড় করে পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। ব্যারিকেড ভেঙে যায়। গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ কয়েকজনকে। অবিলম্বে সুকান্ত মজুমদারের মুক্তির দাবিতে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভ ঘিরেও তুলকালাম বেধে যায়।
একই সঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে রাত ১২টা নাগাদ বিজেপির নেতা কর্মীরা মিছিল করে স্লোগান দিতে দিতে ফরিদপুর ফাঁড়িতে পৌঁছান। সেখানে অবস্থান শুরু করেন তাঁরা। অবিলম্বে রাজ্য সভাপতিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে হাতে পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তাঁরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়, মহিলা নেত্রী মনীষা শিকদার প্রমুখ। বিধায়ক বলেন, “এখনও আর জি কর কান্ডের ঘা শুকোয়নি। ১০ মাস পেরোয়নি। মুখ্যমন্ত্রীর ঘরের কাছে থাকা তৃণমূল ছাত্র পরিষদের নেতা সংগঠনেরই এক মহিলা সহকর্মীকে ধর্ষণ করেছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন করতে গেলে আমাদের রাজ্য সভাপতিকে পুলিশ গ্রেফতার করেছে। আমরাও শেষ দেখে ছাড়ব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

