গোপালমাঠে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, চশমা প্রদান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ভূমি রক্ষা কমিটির (পশ্চিম বর্ধমান) পরিচালনায় এবং লায়ন্স ক্লাব দুর্গাপুরের সহযোগিতায় রবিবার দুর্গাপুর পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব দুর্গাপুরের সম্পাদক রণজিৎ চৌধুরি, রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর শাখার সম্পাদক গৌতম ঘোষ সহ এলাকার সমাজসেবী, শিক্ষক ও বিশিষ্ট জনেরা। শিবিরে প্রায় ৮৫ জনের চক্ষু পরীক্ষা করা হয়। কয়েক জনকে লায়ন্স ক্লাবের তরফে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। শিবির থেকে ১৪ জন রোগীকে বেছে নেওয়া হয়েছে যাদের পরে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

