মঙ্গলকোটে মৈত্রী কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কৃষ্ণপুর একাদশ

দুর্গাপুর দর্পণ, মঙ্গলকোট: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মঙ্গলকোট থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে মৈত্রী কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার দুই দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ। শনিবার প্রথম পর্যায়ের ম্যাচের পরে রবিবার সেমি ফাইনালের দুটি ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয় কৃষ্ণপুর একাদশ। ফাইনালে তারা মুসৌরি আদিবাসী সংঘকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় মোট ৮টি দল যোগ দিয়েছিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রবিবার ম্যাচ দেখতে বহু মানুষ এসেছিলেন মাঠে। ফাইনালে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, আইসি মধুসূদন ঘোষ, কৈচর ফাঁড়ির আইসি মৃদূল ঘোষ, উদ্যোক্তাদের তরফে সম্রাট মুন্সি প্রমুখ। পুলিশের সঙ্গে এলাকাবাসীর জনসংযোগ আরও দৃঢ় করতে এই উদ্যোগ, জানিয়েছেন আইসি মধুসূদন ঘোষ। বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ”এই ধরণের প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় ফুটবল প্রতিভার বিকাশ ঘটে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

